পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মব্যাখ্য' । *ళ్సి ভৌতিক প্রকৃতি মতই কেন শীতল বা উত্তপ্ত না হউক, শরীরের তাপ সকল সময়েই এক পরিমাণে থাকে। মনুষ্য-শরীরের তাপ যদি ৯৯ রেখার অতিরিক্ত কিম্ব ৯৭ রেখার কম ছয় তাহা হইলে, সচরাচর শরীর রক্ষিত হয় না। এজন্য বাহিরের বায়ু মৰ্থন গ্রেহণযোগ্য অপেক্ষ অতিরিক্ত শীতল হয়, এবং তাহার সংস্পর্শে-শরীরের তাপের অধিক পরিমাণ ক্ষয় হইতে থাকে তখন জুমের শরীরের অভ্যন্তরে একরূপ স্বত্ববিশেষ-ক্রিয়াবিশেষ দ্বারা, উষ্ণবীধ্য আহারাদি স্বাক্ষা-শরীরের ভাপ বৃদ্ধি করিয়া এবং বাহিরেও বস্ত্র"ন্দ্র ব্যবহার দ্বারা তাপ ক্ষয়ের বাধা দিয়া—পরিমিত তাপই রক্ষণ করিয়া থাকি । - আবার যখন বাহিরের বায়ু উষ্ণ হয়, যাহার সংস্পশে শরীরের তাপ ক্ষয়ের কিছুমাত্র সাহায্য হয় না, তখন শরীরে অভ্যন্তরে প্রত্ব বিশেলুর স্বারা এবং ঘৰ্ম্মাদি দ্বারা আমরা তাপের বিমোক্ষণ করি, এবং বাহিরেও জল সেচনাদি উপায় দ্বারা কিছু সাহায্য করি। এইরূপে পূৰ্ব্বোক্ত নিয়মিত তাপই রক্ষা করিয়া থাকি। ভৌতিক প্রকৃতি যতই কেন উষ্ণ, শীতল না হউক, শরীরের আভ্যন্তরিক যত্ন দ্বারা আমরা তাহার সহিত সামপ্রস্য করিয়া লই। স্বতরাং সহজজ্ঞানে ঋতুভেদে শরীর প্রকৃতির পরিবর্তন বুঝা যায় না। কিন্তু ইহার মধ্যে একটি কথা আছে। ভৌতিকু প্রকৃতির উষ্ণতা যখুন সম্ভবতঃ—৭৫ হইতে ৮০ রেখার মধ্যে থাকে, তখন তাহা আমাদের শরীর প্রকৃতির ঠিক অনুকূল হয়। অর্থাৎ তখন ঐ বায়ু আদির দ্বারা আমাদের শরীরীয় তাপের অধিক পরিমাণ ক্ষয় হয় ন! আবার অত্যন্ত্র ক্ষয়ও হয় না তখন সস্তবমত ক্ষয় হয়। সুতরাং তখন আমাদের তাপের বৃদ্ধি বা বাহির করিবার নিমিত্ত কোন আভ্যন্তরিক যত্নের প্রয়োজন হয় না । কিন্তু যখন ভৌতিক তাপ মম্ভবতঃ ৭৫ রেখা অপেক্ষায় কমে তখন তাহার সংস্পর্শে অামাদের তাপ অধিক পরিমাণ ক্ষয় হয় বলিয়া তাপ-সঞ্চয়ের মিমিত্ত শরীরের আভ্যন্তরিক স্বত্বের আবশ্যক হয়। আর যখন ভৌতিক ভাপ সম্ভবতঃ ৮০ রেখা অপেক্ষ অধিক হয় তখন উহার উপযুক্ত মত ক্ষয় হয় স। বলিয়া অভ্যন্তরিক যত্নে উহা শরীর হইতে বাহির করা প্রয়োজন