পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Obo ধৰ্ম্মব্যাখ্যা । একজন ইউরোপীয় অনেক দিনের শিক্ষায় অতি যত্বেও ট এবং ত স্পষ্ট করিয়৷ উচ্চারণ করিতে সক্ষম হন না কিন্তু ভারতবাসীর রসনায় কোন ভাষা জন্মচারিত থাকে ? তাই বলি মনুষ্যত্বের পূর্ণতা ভারতেই সম্ভবে। এখন আর একটা গুরুতর আপত্তি উথিত হইল—ইহা অবশ্যই স্বীকার্ষ্য যে, কি ভারতবর্ষ, কি যুরোপ, কি আমেরিক বা আফ্রিকা সকল দেশেই ঋতুর সংখ্যার কমিবেশী থাকিলেও ভৌতিক অবস্থা • পরিবর্তনের সংখ্যা প্রায় সৰ্ব্বত্রই সমান। ভারতবর্ষে যেমন, পৃথিবীর গতি ভঙ্গী দ্বার স্বৰ্যকিরণের ইতরবিশেষে, ৩৬৫ দিয়ে ৩৬৫ প্রকার ভৌতিক অবস্থার পরিবর্তন হয়, দিন দিনই ভৌতিক প্রকৃতি এক একরূপ নুতন ভাব গ্রহণ করে ; ঠিক বিষুব রেখার স্থান ভিন্ন, সকল দেশেই এই একই প্রকার পরিবর্তন—সকল দেশেই ৩৬৫ দিনে ৩৬৫ প্রকার ভৌতিক অবস্থা হইয়া থাকে। স্বতরাং ভারতবাসী মানুষেরাও যত প্রকার ভৌতিক পরিবর্তন বহন করে, অন্যান্য দেশবাসী মনুষ্যেরাও তত প্রকৃার। তবে আর ‘ভারতবালীর প্রকৃতি অধিক বিকসিত এবং অন্য দেশবাসীর প্রকৃতি অল্প বিকসিত হইবে, এ কথার অর্থ কি ? - এ বিষয়টা বুঝিতে গেলে বিশেষ একটু মনোযোগ করা আবশ্যক। শুধু ভৌতিক প্রকৃতির পরিবর্তন লইয়াই কথা নহে, কিন্তু ভৌতিক প্রকৃতির পরিবর্তন দ্বারা শরীব্রাভ্যন্তরেও বিভিন্নরূপ ক্রিয়া হয়, তদ্বারা মানবপ্রকৃতির অধিক বিকাশ হইবার সম্ভাবনা। কিন্তু তাহ স্বর্গভূমি ভারতবর্ষ ব্যতীত সত্তবে মা। শরীরের অভ্যন্তরিক ক্রিয়ার পরিবর্তন বলিলে মোটমোটি যাহা মনে হয়, বাস্তবিক ঠিক তাহাই নহে। অর্থাৎ এক ঋতুতে শরীর নিতান্ত শীতল হইয়া পড়িল, আবার আর এক ঋতুতে অত্যন্ত উষ্ণ এ প্রকার নহে। কারণ কিন্তু বাস্তবিক চীনে বর্ণজ্ঞান আদেী নাই । তাহাদের এক একটী কথা বুঝাইতে এক একটা সতন্ত্র ২ চিন্তু আছে। যেমন পিতা বুঝাইতে একটি, মাতা বুঝাইতে আর একটী চিন্তু ইত্যাদি তাহাদের বর্ণমালা ও অভিধাদ প্রায় একই কথা। to Weather,