পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মব্যাখ্যা । °ჭათ ত্রিপুর পর্বতে আধ্যকুল ধুরন্ধর ত্রৈপুরেশ্বরের রাজনগরী, (১) অঙ্গদেশ মহাবীর কর্ণের নগরী (২) এবং মণিপুরের পূর্বভাগে ও নিজ মণিপুরে ক্ষত্ৰিয়কুলতিল বক্রবাহনের রাজধানী ছিল (৩)। কিন্তু সভ্য প্রজা না থাকিলে সভ্যতম রাজা থাকাও অসম্ভব। কারণ এই সকল সভ্যকুলের চূড়ামণি রাজগণ মন্ত্ৰাদি শাসন শাস্ত্র অবলম্বী ছিলেন। স্বতরাং উহার বৰ্ত্তমান পশুবিশেষ ও রাক্ষসবিশেষ লইয়াই রাজত্ব করিতেন তাহা কদাচ . সম্ভবপর নহে। প্রাচীনকালে শাস্ত্রোক্ত ধৰ্ম্মরক্ষার নিমিত্তই ভূপতির প্রয়োজন ছিল। স্বতরাং দে রাক্ষসjদর ধৰ্ম্মজ্ঞানই আদে নাই, তাহাদের আর শাসন কি ? তাহদের আর রাজাই কি ? কিছুই না। স্বতরাং পূৰ্ব্বে ঐৰূপ পশুময় ও রাক্ষসময় রাজ্য হইলে কর্ণ প্রভৃতি রাজগণ কোন প্রজার কুলধৰ্ম্ম, কোন প্রজার জাতিধৰ্ম্ম, কাহারই বা আশ্রমধৰ্ম্ম দণ্ডবলে সংরক্ষণ করিতেন । to e যদি বল, সভ্য মানুষ ছিল বটে, কিন্তু কালক্রমে তাহারা বিনষ্ট হওয়ায় অন্য স্থান হইতে সমাগত অসভ্যগণ ঐ সকল স্থান অধিকার করিয়াছে । তাহাও সত্য বলিয়া বোধ হয় না । কারণ আজও প্রকাশিত জনরব আছে যে সেই ত্রিপুরেশ্বরের বংশীয় আগরতলার মহারাজা সেই কুকীদিগের সহিত সজাড়ীয় ভাব দেখাইয়া কুকীদের নিকট সহানুভূতি ১। চেদিদেশকে ত্রৈপুর বা ত্রিপুরীদেশ বলে—(হেমচন্দ্র দেখ)। এখানকার রাজা দমঘোষ, শিশুপালাদি ছিলেন । , ২। বৈদ্যনাথং সমারভ্যভুবনে শান্তগং শিবে। তাবদঙ্গাভিধো দেশ– ইত্যাদি শক্তিসঙ্গমতন্ত্র ৭ পটল। কর্ণের নাম অঙ্গরাট, অঙ্গাধিপ—মেচঞ্জ দেখ )। ৩। শ্রাতু নৃপতিঃ পাৰ্থং পিতরং বক্রবাহন । নির্ধযে বিনয়েনাথ ব্রাহ্মণার্থ পুরঃসরঃ । মণিপুরেশ্বরত্বেবমুপান্তং ধনঞ্জয়ঃ-ইতি মহাভারতং আশ্বমেধিক পৰ্ব্ব ৮০ অং। ( অতি সরল সংস্ক.ও বলিয়। অর্থ করা গেল না। )