পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মব্যাখ্যা । & একটু চিনা করিলেই ইহার মীমাংসা করিতে পারেন। আমরা কেবল এই মাত্র বলিয়াছি যে, ধৰ্ম্মশক্তি অভ্যাস দ্বারা সমস্ত শরীর যন্ত্রের মূলবেগ কিছু কম হয়। মূলবেগ কম হইলে যে শারীর যন্ত্রের উপযুক্ত পরিচালনা হয় না তাহা নহে ৷ মূলবেগের অনুসারে সকলগুলি শরীর যন্ত্রের সমভাবে পরিচালনা করার নামই উপযুক্ত পরিচালনা । তাহা দ্বারাই শরীরের অবয়ব সকল উত্তমরূপে সরিবেশ ও স্বৰূঢ় হইতে পারে। যদি আন্তরিক বেগ বলবান সত্ত্বে যন্ত্র সকল অল্প অল্প পরিচালিত হয় তাহা হইলেই শরীরের অকৰ্ম্মণ্যও হয় । অলসাদির আক্তরিক বেগ যেমন তেমনই থাকে, কিন্তু বাহিরে ক্রিয়া কম হয় এবং ক্রিয়ার সমতাও থাকে না । তাহীদের ফুসফুস, হৃৎপিণ্ডাদির ক্রিয়া প্রায় যেমন হবার তেমনিই হয়, কেবল হস্ত পদাদির বহিঃ পেস্বীগুলুি সামান্য পরিচালিত হয়। এইরূপ ব্যবহারে আয়ুর ক্ষয় ভিন্ন বৃদ্ধির আশা নাই। ইহাতে মেদ প্রভৃতি নানা প্রকার রোগ জন্মিয় শরীর শীঘ্রই মৃত্যুগ্রাসে নিপতিত হয়। অনিয়মিত নিজা দ্বারাও শরীরের ক্ষয় ও পুষ্টির সামঞ্জস্য থাকে না, স্বতরাং তদ্বারা আয়ুর ক্ষয়ই হুইয়া থাকে। ধৰ্ম্ম বিকাশ কালে এইরূপ অবস্থা হয় না। ধৰ্ম্মক্ষয়ে’ভারতবাসীর আরও অধিক আয়ুক্ষয়ের সম্ভাবনা । সাধারণতঃ ভারতবাসীর শারিরীক প্রকৃতি পৰ্য্যালোচনায় দেখা যায় যে, এ দেশে স্বায়ুমৎ প্রকৃতিরই প্রবলতা। স্নায়ুমৎ প্রকৃতির গুণ এই যে, মস্তিষ্ক এবং স্নায়ু মণ্ডল অতিরিক্ত ক্রিয়াশীল হয় সুতরাং সমস্ত শারীরিক ঘএই অধিকতর চঞ্চল হয়। শরীরাভ্যন্তরে তাপ ও তড়িৎ কিছু অধিক পরিমাণ থাকে। অতএব অন্য দেশীয় লোক অপেক্ষায় এ দেশীয় লোকের শীঘ্র শীঘ্র শরীর যন্ত্রের ক্ষয় হওয়ার সম্ভাবনা । এ জন্যই অন্যান্য দেশ অপেক্ষ ভারতের লোক, বিশেষতঃ বাঙ্গালার (বাঙ্গালার আরও অধিক স্বায়ুমৎ প্রকৃতির প্রবলভা) স্বভাবতই অল্প দিন জীবিত থাকে। এ অবস্থায় ধৰ্ম্মাম্বষ্ঠান দ্বারা শরীরটা কিছু শীতবীৰ্য্য ও যন্ত্রগুলির কিছু ধৈর্ঘ্য সাধন