পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و করিয়া তাহার সমস্ত বক্ততে বিশদরূপে পরিবৰ্দ্ধিত ও পরিশোধিত করিয়া লিখিয় দিতে স্বীকৃত হইয়াছেন । তদনুযায়ী এবারে কেবলমাত্র “ধৰ্ম্মের প্রয়োজন” এই বিষয়টা তাহার দ্বারা পরিস্কাররূপে লিখিত হইলে প্রকাশিত করা হইল। বিষয়টা অত্যন্ত গুরুতর । কিন্তু সাধারণের নিতান্ত আগ্রহের নিমিত্ত অতি সম্বর লিখিত হইল বলিয়। অনেকগুলি অংশ সংক্ষেপে লিখিত হইয়াছে তন্নিমিত্ত সে বিষয়গুলি কিছু কঠিন হইবার সম্ভাবনা । ভরসা করি পাঠকগণ একটু নিবিষ্ট চিত্তে লেখকের উদ্যে সংগ্ৰহ করিতে যত্নবান হইবেন । ভবিষ্যতে পুনঃমুদ্রণের ময় সে গুলি আরও বিশদরূপে সহজ ও প্রাঞ্জল ভাষায়, বুঝাইয়া দেওয়া হইবে । এই পুস্তকু আমার বিন; অনুমতিতে কেহ ভাধান্তরে অনুবাদ বা পুনর্মদ্রণ করিতে পরিবেম ন । ব4স্বদ শ্ৰণী ভূধর চট্টোপাধ্যায় 3 1