পাতা:ধর্ম্মসাধন.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । والذ. উপাসনার কার্য্য করিলে আত্মগৌরব বা বৃথা ভয় মনে উদিত হইয়া মনকে কলুষিত করিয়া দেয়। - প্র । রুচির সহিত না মিলিলে উপাসনার সহিত কিরূপে যোগ দেওয়া যায় ? . • উ। অভ্যাসদ্বার সকল নিয়মই আপনার উপযোগী করা যায়। যিনি যেরূপে উপাসন করুন, তাহাতে সাধারণ ভাবে যোগ দেওয়া যায় এবং আপনার বিশেষ ভাব তাহাতে সংযোগ করিয়া যতদূরসাধ্য আপনার উপকারক করা যাইতে পারে। কিন্তু একটা বিষয় অ গ্রে জানিয়া থাকা আবশ্যক, সাধারণ উপাসনা যে সৰ্ব্বাংশে সম্পূর্ণরূপে ব্যক্তি বিশেষের সকল অবস্থার রুচি ও ভাবের সহিত মিলিবে, ইহা কখনও সম্ভবপর নহে, এই জন্ত সেরূপ উপাসনার নিমিত্ত প্রস্তুত হইতে অভ্যাস করিতে হইবে । - প্র। লোকের চরিত্রের প্রতি দৃষ্টি না পড়িবার উপায় কি ? * ... • . . . উ। উপাসনা করিতে গিয়া আমরা ঈশ্বরের প্রতিই দৃষ্টিপাত করিব এবং তাহাতেই চিত্তকে নিমগ্ন করিতে চেষ্টা করিব । তার পবিত্র আলোকে আলোকিত হইবার জন্য যদি প্রার্থনা থাকে, র্যাহার সঙ্গে উপাসনা করি না কেন তাহার সাধুভাব সকল দ্বারা আপনার কল্যাণ সাধন করিয়া লইতে পারি, তাহার অসাধুভাব বিস্মত হইতে পারি। বরং অসাধু ব্যক্তি যদি যথার্থ সরল হৃদয়ে উপাসনায় যোগ দেন, তাহার মঙ্গলের জন্ত প্রার্থনা আরও প্রবল হয়। উপাসনকারীকে কেবল কপট জানিলে তাহার সহিত যোগ দেওয়া কঠিন।