পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৯

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সজন ও निखन উপাসনা। >○ জনের ভাল উপাসনা দেখিয়া অন্ত সকলের মন বিগলিত ও প্রেমার্ক্স হইতে পারে। এইরূপে একত্র উপাসনা দ্বারা আমরা নিজন উপাসনার সম্বল করিতে পারি। কিন্তু যিনি কেবলি সামাজিক উপাসনা করেন, মোটে নিজন উপাসনা করেন না, তিনি স্থায়ী ফল প্রাপ্ত হন না । একত্র উপাসনায় অার একটা লাভ এই, তাহাতে ঈশ্বরের পিতৃভাবের গৌরব বুঝা যায় । যিনি আমার ঈশ্বর, অামার পিতা ও পরিত্রাতা, তিনি অন্ত মানবদিগেরও ঈশ্বর, পিতা ও পরিত্রাতা । ইহা হইতে হৃদয়ে মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের সঞ্চার হয় এবং হৃদয় উদার হইয়া সকলের সহিত-এক হইয়া যায়। Love of humanity মানব প্রকৃতির প্রতি প্রীতি বৰ্দ্ধিত হইবার ইহা একটা প্রধান উপায় । ইহা দ্বারা মানব প্রকৃতিকে ঈশ্বরের পবিত্র স্বরূপের প্রতিকৃতি বলিয়া ক্রমশঃ চিনিতে পারাযায় এবং ইহাই মনুষ্যের অপবিত্রত বিনাশের শ্রেষ্ঠ সাধন । প্র। সজন উপাসনার প্রতিবন্ধক কি কি ? উ। (১)—রুচির সহিত মিলে না। আমি যে প্রকার ভাবে উপাসনা করিতে ইচ্ছা করি, সেরূপ ন হইলে উপাসনার ব্যাঘাত হয়। (২)—লোকের চরিত্রের প্রতি দৃষ্টি পড়ে। যিনি আচার্য্যের কার্য্য করেন, অথবা র্যাহাদিগের সঙ্গে উপাসনা করা যায়, তাহাদিগের কাহার চরিত্রে বিশেষ কোন দোষ থাকিলে মন বিচলিত হয়। (৩)—উপাসনা আপনার করিবার বস্তু, কিন্তু অন্তে উপাসনা করিতেছেন বলিয়। আপনি নিশ্চিন্ত হইয়া যদি কেবল কতকগুলি কথায় কর্ণপাত করা যায়, তাছা হইলে সে উপাসনা বিফল হয়। (৪)—আপনি