পাতা:ধর্ম্মসাধন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

మీ 6 ধৰ্ম্মসাধন । সঙ্কট ও পরীক্ষার সময়ে এখন ব্ৰহ্মাস্ত্র সংগ্ৰহ করিয়া রাখা চাই যে তাই ছুড়িলেই ভয়ানক পাপ প্রলোভন তৎক্ষণাৎ চূৰ্ণ হইয়া যায়। এই জন্য সাধন দ্বারা সংক্ষিপ্ত উপায় সকল আয়ত্ত করিয়। রাখিতে হইবে । . . . . প্র। কিরূপ সংক্ষিপ্ত উপায় আশু কাৰ্য্যকর হইতে পারে? উ। ভিন্ন ভিন্ন ব্যক্তির পক্ষে এ সকল উপায় ভিন্ন ভিন্ন। যিনি আপনার ধৰ্ম্মজীবনের পরীক্ষায় যাহাতে সহজে ঈশ্বরের উপর নির্ভর করিতে পারেন, সেই তাহার পক্ষে উৎকৃষ্ট উপায়। ঈশ্বরের নাম সাধন এবং জল্প কথায় প্রার্থনা অভ্যাস আমরা উপায়ের মধ্যে নিৰ্দ্ধারণ করিতে পারি। প্র । নাম সাধন কি প্রকার ? -- উ। দয়াময়’ কি পতিত পাবন’ এইরূপ ঈশ্বরের স্বৰূপপ্রকাশক এক একটী কথা লইয়। তাহার সহিত এরূপ ভাব যোগ করিতে হয়, যে ঐ সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ বা স্মরণ করিব মাত্র ঈশ্বরের সমুদায় করুণ। মনকে অভিভূত করিবে, তাহার সাক্ষাৎ প্রেমময় মূৰ্ত্তি হৃদয়ে প্রকটিত হইবে । নাম ও ঈশ্বর অভিন্ন হইয়া সাধকের নিকট প্রকাশিত হইবেন। এরূপ হইলে নামের কত মহিমা জানা যায়, কিন্তু ইহা বহু সাধনসাপেক্ষ । ভাবশূন্য নামোচ্চারণ করিলে তাহাতে কোন ফলোদয় হয় না, বরং নামাপরাধ হয়। لي ما" প্র । ছোট ছোট প্রার্থন। এক সময় কাৰ্য্যকর হইতে দেখা গিয়াছে, কিন্তু আবার তাহা ভাববিহীন শুষ্ক হইয়া যায় কেম ? . . . . . - উ ঈশ্বর কৃপা করিয়৷ আমাদিগকে নিরুপায় দেখিয়৷