পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o ধৰ্ম্মসাধন । কিছু না মানিয়া লালায়িত হইয়া বেড়াইতাম। আমরা বাহিরের বিষয়ে উপকার অাছে ভাবিয়া বাহিরের সংবাদ পত্র পড়ি, অন্তরের বিষয়ে সেইরূপ উপকার জানিলে তথাকার সংবাদ লইতাম । উভয় বিষয়েই পরিশ্রম করিলে লাভ হয়। বাহিরের কবাট খুলিলে গৃহমধ্যে বিশুদ্ধ বায়ু ও আলোক আইসে । অন্তরের কবাট খোল, ঈশ্বরের আলোক ও বায়ু হৃদয়ে সঞ্চরণ করবে। এ সকলে দৃঢ় বিশ্বাস থাকা চাই । ছাদে বসিয়৷ গালে হাত দিয়া ভাবিলে অন্ধকার দেখি, ঘুমাইয়া পড়ি। কিন্তু পরিশ্রমপূর্বক অন্তদৃষ্টি অভ্যাস করিলে অন্ধকারের মধ্য দিয়া আলোকের রাজ্যে গিয়া উপনীত হই। ইহার উপায় দুইটীঃ — g ১—অন্তরে দৃষ্টি করিলে লাভ হইবে দৃঢ় বিশ্বাস করা। ২—ধৈৰ্য্য ও অধ্যবসায় সহকারে বারংবার অন্তর্দৃষ্টি অভ্যাস করা । - - প্র । কিরূপ সাধনে যথার্থ অনুতাপ আসিতে পারে ? উ। যেমন যেমন ঘটনা বাহিরে অাছে, তাহার অনুরূপ ভাব হৃদয়ে অাছে। শ্রদ্ধেয় বা প্রিয় ব্যক্তি দেখিলে অমনি মনে শ্রদ্ধা ও প্রীতির উদ্রেক হয়। অনুতাপ হৃদয়ের ভাব, তাহা জাগাইবার বস্তু আছে। অগ্নিতে হাত দিলে আর ঠাণ্ড ' বোধ হয় না। পাপ স্মরণে অনুতাপ আইসে । আপনার জীবনের জঘন্তত একদিকে ও ঈশ্বরের পবিত্রত । অন্ত দিকে চক্ষের সমক্ষে রাখিলে যথার্থ অনুতাপ আইসে। ইচ্ছাতে অনুতাপ আসে না, কিন্তু যে বস্তুতে আসে তাই। স্মরণ করিতে পারি—ইচ্ছাপূৰ্ব্বক বার বার জীবনের জঘন্তত। স্মরণ করিলে অনুতাপ আসিবে । দুর্গন্ধ বস্তু ছাড়িব ইচ্ছা