বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ ধৰ্ম্মসাধন । প্র । যাহার উপর রাগ করা যায়, তাছার প্রতি ক্ষমা ৷ অভ্যাস করিবার উপায় কি ? উ। আমরা অনেক সময় মনে করি অন্তের নিকট কিছু পাইবার অামাদিগের (right) অধিকার অাছে, সে তাহ ন৷ দিলে বা তাহার বিপরীত আচরণ করিলে রাগ হয়। কিন্তু লোকের দুর্ব্যবহার মনে করিয়া যেমন রাগ হয়, দুৰ্ব্বলতা স্মরণ করিলে ক্ষম। আইসে । আমি যাহা অধিকার বলিয়া চাই, তাহ দিবার পক্ষে তাহার কত অক্ষমতা, প্রতিবন্ধকতা, অবস্থার প্রতিকূলতা থাকিতে পারে। তাহার মত আমার অবস্থা হইলে আমি কি করিতাম ? এইরূপ যাহা দেখিয়া ক্ষমা আইসে, সেই দিকটা অধিক ভাবিতে হইবে । লোকের কতদূর পর্য্যন্ত দোষ ক্ষমা করিতে পারি, চিন্তাদ্বারা ইহা ক্রমে ক্রমে মনের আয়ত্ত করিতে চেষ্টা করা উচিত। বিলাতে স্পর্জিয়ন্‌ নামে একজন ধৰ্ম্মোপদেষ্ট তাহার আশ্চৰ্য্য বক্তৃতায় লোকদিগকে ক্ষণকালের মধ্যে হাসান, কঁাদান, রাগান, আবার মন গলাইয়া দেন । এ সকলই স্বাভাবিক। যেরূপ ভাব মনের সন্মুখে ধরা যাইবে, তাহার অনুরূপ ভাব মন ও গ্রহণ করিবে । ... • প্র । ব্রাহ্মগণ কাম ক্রোধ দমন করিতে না পারিলে ব্রাহ্মণ ধৰ্ম্মের কোন হানি হয় কি না ? - উ। প্রথম দুইট রিপুর প্রাবল্য যাহাদিগের মধ্যে, তাহারা সকল সমাজেরই অশ্রদ্ধেয়; তাহাদিগের বাক্য, কাৰ্য্য, ধৰ্ম্মবিশ্বাস কিছুতেই লোকের শ্রদ্ধা হয় না । ইহা নিশ্চয় বলা যায়, ব্রাহ্মগণ যদি এই দুইটী জঘন্ত রিপুর উপর জয় লাভ করিতে পারেন, ব্রাহ্মধৰ্ম্মের পবিত্র স্বৰ্গীয় ভাবে সকলের দৃষ্টি আকৃষ্ট্র