পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సే ধৰ্ম্মসাধন । হইয়া ঘুমাইয়া পড়িতে হয় । এই জন্ত অত্যন্ত মহাত্মারও অহস্কার বা রাগ একটা না একটা মহৎ দোষ থাকে । প্ৰ চেষ্টা করিলে কি স ক ল গুণ সমান করা যায় না ? ? উ। নাক চোক কাণ সকলের আছে, যাহার নাক একটু উচু বৰ্দ্ধনের সময় তাহার সকল অঙ্গ যেমন বাড়িবে সেই সঙ্গে নাকেরও বৰ্দ্ধন হইয়া একটু উচু থাকিয় যাইবে । দয়ালু ব্যক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সকল গুণ বাড়ে, আবার দয়া গুণ একটু বিশেষ উচ্চ ভাব ধারণ করিতে থাকে হারমোনিয়মের স্বরের উচু নিচুতেই মিল ও মিষ্টতা । ঈশ্বরের রাজ্যে অসামগ্রস্তের নিয়মেই জীবনকে উন্নত করিয়া তুলিতেছে। - প্র । মহাপুরুষদের কাজ অতি পবিত্র কি না ? উ। পৃথিবীতে মেথরের কাজ হইতে ধৰ্ম্মাচার্য্যের কাজ পর্যন্ত সকলই মহৎ ও পবিত্র । যে মহৎ ভাবে কাৰ্য্য করা যায়, তাহাতেই কাৰ্য্যের গৌরব । গবর্ণমেণ্টের নিকট রায় । বাহাদুর উপাধি পাইবার জন্য ধুমধাম করিয়া লক্ষ লোককে খাওয়ানও নীচ কাজ, এক জন গরিব লোক পথিকদের উপকারার্থ যদি পিছল জায়গায় আপনার ছেড়া লেপ একটু পাতিয়া দেয়—কেহ জানিতেও না পারে—তাহার সেই কাজ মহৎ কাজ। ঈশ্বর লক্ষ্য দেখিয়া কাৰ্য্যের পবিত্রতার বিচার করেন । মহাপুরুষের কাজ দশ হাজার লোকের চক্ষুতে পড়ে বলিয়াই তাহার পবিত্রতা অধিক হয় না । - প্র। পরলোকগত মহাপুরুষগণের সহিত ইহলোকেই মিলিত হইতে পারি, ইহা কি প্রকারে সম্ভব ? ' ' উ। ইহলোক ও পরলোক এক, কেন না আমাদিগের