নিরাশা ও পতন । २०१ - করিতে হইবে। আমরা কেবল পুণ্যবান হইৰ না, কিন্তু পুণ্যকে ইচ্ছার একমাত্র বস্তু করিব। তাহ হইলেই আত্মা আত্মার মিত্ৰ হইবে । । নিরাশা ও পতন । প্র । ধৰ্ম্ম জীবনে এক এক সময় ঘোর অন্ধকার উপস্থিত হইবার কারণ কি ? - - উ। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, সেইরূপ আমাদের জীবনেও যে জোয়ার ভাটা আছে তাহ কেহ অস্বীকার করিতে পারেন না। ধৰ্ম্মজীবনে একবার আলোক দেখিয়া আবার যে অন্ধকার দেখি, তাহার কারণ আমাদের দুর্বলতা ও পাপাসক্তি। এই দুর্বলতা ও পাপাসক্তি যে ঈশ্বর করিয়া দেন তাহা নহে, আমাদের নিজের দোষেই ঘটয়া থাকে। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদিগের অসাধুতা হইতেও সুফল উৎপন্ন করিতে ক্রটি করেন না। যেমন অন্ধকারে পড়িলে আলোকের মূল্য বুঝি, দুঃখে পড়িলে মুখের আস্বাদন ভাল করিয়া অনুভব করিতে পারি, সেইরূপ ঈশ্বর হইতে পতন হইলে যে কষ্ট হয়, তাহাতে ঈশ্বরের পথে যাইতে সহায়তা করিয়া থাকে। অতএৰ ধৰ্ম্মজীবনে অন্ধকার দেখিলে দুইটী বিষয় আমাদের স্মরণ রাখা উচিত। ১—আমাদের দুৰ্ব্বলতা, অবিশ্বাস বা পাপাসক্তি ইহার কারণ ; ২—আমাদিগের চৈতন্য ও মঙ্গল হয় এই জন্ত ঈশ্বর ইহাকে আসিতে দেন। - *
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯১
অবয়ব