পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>R ধৰ্ম্মসাধন। হয়। আপনার পাপ স্মরণ করিয়া ঈশ্বরের উপর নির্ভর করা শুষ্কতা পরিহারের উপায় । . . . প্র । , বিরোধীদিগের সংসর্গে ব্রাহ্মের অনিষ্ট - হইবার আশঙ্কা আছে কি না? যদি থাকে তবে কিরূপ সাবধান হওয়া উচিত ? : . . . . . . . . . . . ~~ উ দুৰ্ব্বল হইলে সকল প্রকার পরীক্ষায় অনিষ্ট্রের আশঙ্কা । আছে । সেই অনিষ্ট দুই প্রকার ;–(১) একদিকে আমরা বন্ধুতা রাখিতে গিয়া ক্রমে ক্রমে অতর্কিত ভাবে বন্ধুদিগের অসত্য মতের সহিত সায় দিই; (২) আর এক দিকে স্বাধীন ভাবে অসত্যের প্রতিবাদ করিতে গিয়া বন্ধুবিচ্ছেদ ঘটাইয়া’ ফেলি। এই দুয়ের মধ্যে সত্যের ভূমি। আমরা বলের সহিত সত্য প্রচার করিব, কোন প্রকারে অবিশ্বাস, অল্পবিশ্বাস ও । কুসংস্কারের কথা আমাদিগের মধ্যে হইতে দিব না । অথচ প্রীতির সহিত বিরোধীদিগের কল্যাণ চেষ্টা করিব ৷ প্র । একান্ত তুৰ্ব্বলের পক্ষে কিরূপ বিধান হইতে পারে ? উ। যিনি জানেন আমি দুৰ্বল, বিরোধীর সঙ্গে থাকিলে আপনার হানি নিশ্চয়, অগত্য র্তাহাকে সে সঙ্গ ছাড়িতে | হইবে । কিন্তু সে কেবল আপনাকে সবল করিবার জন্ত । প্র। ব্রাহ্মের পতনের মূল কারণ কি ? . উ । অবিনয় ও আত্মপরীক্ষার অভাব। যিনি ব্রাহ্মধৰ্ম্মের নিম্ন শ্রেণীতে আছেন, যিনি ঈশ্বর দর্শন করেন নাই, র্যাহার হৃদয় অদ্যাপি ঈশ্বরের আদেশ লাভের জন্য প্রস্তুত হয় নাই, । তিনি ঈশ্বর দর্শন ও আদেশ একবারে অসম্ভব বলিয়া ফেলেন,