পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মগৌরব, দায়িত্ব ও পরনিন্দ । ১১৩ উচ্চ শ্রেণীর সাধকদিগকে অবজ্ঞা করেন ও কল্পনার উপাসক বলেন । প্রথমে একটী গভীর সত্যের প্রতি অবিশ্বাস হইতে সকল প্রকার পতন আরম্ভ হয়, অনেকের পতন প্রার্থনা বt দর্শনে অবিশ্বাস হইতে । ইহা যখনই অসম্ভব বোধ হইল, তখন হইতেই বাস্তবিকও ইহা অসম্ভব হইল। যখন সকলে উপাসনায় নেত্র মুদ্রিত করিয়া থাকে, তখন অবিশ্বাসী ভাবে যে সংসারের পদার্থ সকল কেমন সুন্দর । টাকার কি গুণ ! এই রূপে ব্রাহ্ম একবার পতনোন্মুখ হইলে আর বারণ করিয়া রাখিতে পার৷ যায় না, তিনি শীঘ্রই নিম্নতম সোপানে পৌছিয়া স্থির হয়েন । পৃথিবীস্থ কোন স্থানের দূরত্ব জানিতে হইলে যেমন অক্ষাংশ (aqs (4tsol (Latitude and Longitude) cofocos os, তদ্রুপ বিশ্বাস ও সাধু জীবন পরীক্ষা করিয়া প্রত্যেকের দেখা উচিত আমি ধৰ্ম্ম জগতের কোন স্থানে বাস করিতেছি । আত্মগৌরব, দায়িত্ব ও পরনিন্দ । প্র। যাহা কিছু মঙ্গল ঈশ্বর হইতে এবং যাহা কিছু অমঙ্গল আমা হইতে একথার তাৎপৰ্য্য কি ? উ। প্রথমে জানা উচিত যে মঙ্গল ও অমঙ্গল’ ইহার অর্থ সাংসারিক সুখ দুঃখ নয়, কিন্তু আত্মার কল্যাণ ও অকল্যাণ ৷ সাংসারিক দুঃখেও আমাদের কল্যাণ হয় এবং সুখেও । অকল্যাণ হইয় থাকে। জগতে যত কিছু কাৰ্য্য হইতেছে উহ হয় ঈশ্বরের ইচ্ছ, নয় মনুষ্যের ইচ্ছা হইতে উৎপন্ন হয়। সত্য, পুণ্য ও মঙ্গল ঈশ্বরে পূর্ণভাবে বিরাজ করিতেছে, কারণ