বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、 ধৰ্ম্মসাধন ৷ পুস্তক হইতে তাহার নাম জানিবার জন্য ব্যস্ত হন। কিন্তু স্বভাব কোন পীড়ার নাম লিখিয়া দেন না, প্রত্যেক পীড়া স্বতন্ত্র স্বতন্ত্র কারণ ও অবস্থার যোগে সংঘটিত হয়। এই জন্য বিজ্ঞ চিকিৎসকেরা রোগের নামের উপর কিছু নির্ভর না করিয়া স্বভাবের গতি ধরিয়া চিকিৎসা করেন, এবং তাহদের চিকিৎ হয় না। এক ব্যক্তির হয়ত সৰ্ব্বাঙ্গে ঘা, ডাক্তরেরা তাহার পীড়া সামান্ত বলিয়া ঔদাস্ত করেন ; এক ব্যক্তির শরীরের কান্তি পুষ্টি বিলক্ষণ, কিন্তু রক্ত বিকৃত হইয়া এক স্থানে ক্ষুদ্র একটা ব্ৰণ বা ফুসকুড়ী হইয়াছে, তাহার মৃত্যু সন্নিকট বলিয়া অাশা ছাড়িয়া দেন। অবিজ্ঞ নীতিজ্ঞেরা সেইরূপ পাপ রোগের নামকরণ করিতেই বৃথা কষ্ট পান এবং তাহার বাহ ক্ৰোধ লোভ। প্রত্যেকেই ব্যক্তিবিশেষের পক্ষে গুরু, আবার ব্যক্তি বিশেষের পক্ষে লঘু পাপ। যাহার আত্মার ঈশ্বরের দিকে যাইতে যত অনিচ্ছ ও বিঘ্ন এবং সংসার ও ইন্দ্রিয় সেবায় মৃত অনুরাগ, তাহার পাপের পরিমাণ সেই অনুসারে অধিক সকল পাপের প্রতি সতর্ক থাকা উচিত সংসার ব্যাহীকে ক্ষুদ্র পাপ বলে, তাহা দ্বারা কত সময় আত্মার সর্বনাশ ঘটিয়া থাকে। এক ব্যক্তি হয়ত কাম ক্রোধাদি প্রবল রিপুরীহস্ত হইতে পরিত্রাণ পাইয়াছেন, সে সকল আর তাহার নিকট গুরু