পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমীহাত্ম্য । হস্তী, ঘোড়া, রথ, রথী, সৈন্য বহুতর । ধন ধান্যে পরিপুর্ণ পাইবে নগর । মাণিক্য রচিত পুরী মুকুতা-প্রবাল । নানামত বাদ্য পাবে শুনিতে বিশাল ॥ শতেক বাগান পাবে পরম সুন্দর । পশু, পক্ষী, পরিপূর্ণ পিক, মধুকর ॥ ক্ষমাশীল, দানশীল, চক্রবর্তী রাজা । সাগর অবধি সবে করিবেক পূজা ॥ এই মত চক্রবর্তী কত বার হৈয়া । পুনঃ স্বর্গ ভোগ করে ব্রহ্মপুরে গিয়া । কিবা সাধুকুলে কিবা মহাকুলে আর । কিবা হীনকুলে জন্ম না হইবে তার ॥ যেইজন ধৰ্ম্মশীল ধৰ্ম্ম ভাবে মনে । কতু না যাইবে ভানু-স্থতের ভুবনে ॥ ধৰ্ম্মেতে বাড়য়ে ধৰ্ম্ম পাপে বাড়ে পাপ । দানেতে দুৰ্গতি খণ্ডে পাপে পরিতাপ ॥ \లిసి