পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 82 ) দীর্ঘ-ত্রিপদী। ফরাচিঙ্গ’ করিলে দান, পাইবে পরম স্থান ষোল-কল্প দেব-লোকে রবে । মুকুট প্রদানে যেই, ইন্দ্রপুরে গিয়া সেই বহু স্থখ তথায় করিবে ॥ পৃথিবীমণ্ডলে সেই, ছত্ৰ-দান করে যেই হইবেক চক্রবর্তীরাজ। مجم পালঙ্গ প্রদানে যদি, পার হয়ে ভবনদী ত্রিশ-কল্প দেবের সমাজ । রহিবে পরম স্থখে, স্থর সহ সকৌতুকে দিবানিশি দেবাঙ্গনা সনে । ইন্দ্র-সভা-মধ্যে গেলে, শচীপতি কুতুহলে স্থান দিবে আপন আসনে ॥ এইরূপ যত দান, করে যেই পুণ্যবান পৃথিবীতে সেই হবে রাজা । সপালঙ্ক বুদ্ধ-মূৰ্ত্তি, সহিত পরম ভক্তি যেই জন স্থাপি করে পূজা ।

  • ফরাচিম –বৌদ্ধ-মন্দির, যাহাতে বুদ্ধের প্রতিমূৰ্ত্তি প্রতিठेिऊ श्राcछ । * * -