পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । 83 এই ফলে দেবপুরে, যাবে সেই রথে চড়ে মহাসুখে অমর-নগরে । বিংশ-কল্প অনুমান,* সুখে র’বে দেব স্থান পুনর্জন্ম হ’বে মর্ত্যপুরে ॥ আসি এই ভূমণ্ডলে, নরলোকে রাজকুলে জন্ম লভি র’বে সুখে হেথা । হবে চক্রবর্তী রাজা, সকলে করিবে পূজা দান হ’তে সুখ যথা তথা ॥ কিবা ইহ পরলোকে, দুই লোকে মহামুখে" এইমত নিবাস সৰ্ব্বথা। সাধু জন অপমান, নহে কভু কোন স্থান সাধুর আদর যথা তথা ॥ দেখিয়া ভিক্ষুক-গুরু, মনে ভাবে কল্পতরু মহাসাধু জন সেই হয় । উপের্জে-শ্রমণ দেখি, যার মন হয় সুখী সেই যাবে দেবের আলয় ॥ ধৰ্ম্ম-পুরাবৃত্ত-কথা, মধুর ভারতি , গাথা শুনে যেবা ভক্তি করি মন । কোট জন্ম পাপ ছাড়ি, যাবে সেই দেবপুরী নানা মুখ করিবে সে জন ॥