পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అg ধৰ্ম্ম-পুরাবৃত্ত । সরই পুষ্পের পাত্র আদি এ সকল । তাম-কাংস্য-বিনিৰ্ম্মিত অথবা পিত্তল ॥ এই সব দান করে যেই সাধুজন । দুই-কল্প রহে সেই অমর-ভুবন ॥ পান, পুষ্প, খই তোলে গোসাঞি সম্মুখে তিন-কল্প ইন্দ্রলোকে বসে সেই সুখে ॥ ধৰ্ম্ম-ফলে পুনৰ্ব্বার জন্ম হ’বে ক্ষিতি । তিন বার মহারাজা হ’বে চক্রবর্তী ॥ “ফরা তার সংঘ বলি বৰ্ম্মাভাষে কয়। সংঘ-হস্তে দান দিলে বহু পুণ্য হয় ॥ অন্ন-জল দান আর ভোজন সম্বল । মধু আদি মিষ্ট রস নানা মিষ্ট ফল । দুগ্ধ আদি পঞ্চামৃত একচিত্ত হ’য়ে । যে জন করেন দান ভিক্ষুক দেখিয়ে ॥ এক গুণ দান হেথা করে যেই জন । পরলোকে লক্ষ গুণ পাইবে সে জন ॥ এ সকল দান-ফলে দেবালয়ে যাবে । দশ-কল্পাবধি স্থখ তথায় করিবে । ব্ৰহ্মলোক পৰ্য্যন্ত বহুল সুখ করি । পুনঃ কত দিনে জন্ম হ’বে মৰ্ত্তাপুরী ॥