পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शॉन मtदांच्छ्र7 ॥ নরলোকে সাধুকুলে হইবেক জন্ম । রাজা হ’য়ে বহু স্থখ ভুঞ্জিবে আজন্ম ॥ পৃথিবীতে নানা’মত করি মুখভোগ । রথে চড়ি পুনঃ চলি যাবে স্বৰ্গলোক । দান-ধৰ্ম্ম করে যেবা সাধু বলি তারে। ইহলোকে স্থখ অন্তে যায় স্বরপুরে ॥ অন্ন-বস্ত্ৰ-ভূমি দান যেই জন করে। বৎস সহ গাভী দান করে যেই নরে ॥ ইহলোকে দান কর পরলোকে পাবে। জন্মাবধি দুঃখ-হীন স্থখ ভোগে র’বে ॥ বটাশ্বখ, নাগেশ্বর রোপে যেই জন । তাহার পুণ্যের কথা করহ শ্রবণ ॥ জন্ম জন্মান্তরে কভু-দুঃখ না পাইবে। দ্বিজ-গুরু-পদে ভক্তি সতত থাকিবে । দিব্য-নারী দিব্য-শয্যা দিব্য-অলঙ্কার । কে কহিতে পারে স্থখ যতেক তাহার ॥ ধৰ্ম্ম হতে স্থখ পায় পাপে পায় দুঃখ । অকারণে পাপ কৰ্ম্ম করে নরলোক ॥ যে জন খাজুর ফল করিবেক দান । তিন-কল্প থাকে সেই.গিয়া ইন্দ্র-স্থান ॥ 曾拿