পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, না,......যা বলছি তাই কর । মালিনী ॥ যে আজ্ঞা, তাই করব।......আচ্ছা, যে সব গাছের সঙ্গে লতাগুলো জড়িয়ে গেছে সে গাছগুলো কি বাদ রাখা যাবে ! শ্রতকীৰ্ত্তি। লতার পাকগুলো আস্তে আস্তে খুলে নিয়ে, তারপর কোপ লাগবে | মালিনী ॥ লতাগুলোতে বাশের ঠেক্‌নো দিতে পারি ? নকুলিকা ॥ বঁাশ মেয়ে না পুরুষ ?......আচ্ছা, ব্যাকরণ দেখে পরে ব’লে পাঠাব,--- ...এখন যেতে পার । মালিনী ॥ ( যেতে যেতে ফিরে এসে ) কাল মদন-মহোৎসব, কালকের দিনে অশোক বকুল চাপা গাছগুলো সব কাটুব ? না, কাল বাদে পরশু কাট্‌লে চলবে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, কালই কাজ মুরু করা চাই, যাও । মালিনী ॥ যে আজ্ঞে । [ প্রস্থান শ্ৰুতকীৰ্ত্তি ৷ নকুলিকা,... ..বধূনাট্যের দলে খবর পাঠানে হয়েছে ? নকুলিকা ॥ হয়েছে.....সন্ধ্যেবেলায় নৃত্যশালায় আসতে ব’লে দিইছি।......কি পালা হবে তা তো ব’লে দেওয়া হ’ল না । শ্ৰুতকীৰ্ত্তি ॥ সে হবে এখন । 88