পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:) Dysko নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ওইত কালিনী, জিজ্ঞাস হে স্তাম ! যমুনা-পুলিনে জিজ্ঞাস আর, কত অশ্রধারা ঝরিয়াছে হায় ! আমরা বিরহ-বিধুরা বালার ; দেও আলিঙ্গন জুড়াও এ প্রাণ ! দেও পাদপদ্ম হৃদয়োপর ” ধরে পাদপদ্ম অনাবৃত বক্ষে, শোস্থে পুস্পপাত্রে કૂર્મ झेनौदद्र ! কেহ বা বিশ পড়িয়া চরণে, , অঙ্গে অঙ্গে কেহ, কেহ বক্ষোপর, ভক্তির চরম প্রেমে আত্মহারা ; আপনি কেশব প্রেমেতে বিভোর । বহে অশ্রধারা রমণী-নয়নে, বহে অশ্রুধারা নয়নে হরির, *হরে । কৃষ্ণ ! হরে ”—গায় নর নারী নাচে আত্মহারা বহে নেজে নীর । দাড়াইলে কৃষ্ণ সলিল সমীপে, ব্রজকিশোরীর ভাবে নারীগণ দলে দলে দলে পড়ে সিন্ধুজলে, কোথায় ভূষণ, কোথায় বসন ! আকক্ষ আবক্ষ সলিলে ডুবিয়া, কহে যোড়করে—“ত্রিভঙ্গ গুণম । কদম্বের ডালে বাজাও বঁাশরী, ব্রজকিশোরীর জুড়াও প্রাণ ! লও কুল মান, যাহা আছে আর, লঙ প্রেম, লঙ চরণে প্রাণ -