পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস F. elyసి. ভাসে অনুপ্ৰাগে অধীরা অবল, সাগর-তরঙ্গে কুস্কম রাশি, . *হরে । কৃষ্ণ ! হৰে ”—গায়ে তীরে নীরে নর নারী প্রেম-তরঙ্গে ভাসি। চরণে পড়িয়া, গড়াগড়ি দিয়া, কেহ কহুে—“পিতা আমি পুত্র তব।” কেহ কহে— “প্ৰভু ! তব দাস আমি যাবত জীবন চরণে রব • কেহ পুষ্পমালা পরায় গলা, টাচর চুড়ায় পরায় কেহ, করে পদে, অঙ্গে, দেয় পুষ্পমালা, চন্দনে চর্চিত করিয়া দেহ । কেহ দেয় করে মুমোহন বঁাশী, কেহ দেয় করে পাচনি বাড়ি, কেহ করে তুলি দেয় চারু শিঙ্গ, ব্রজলীলা-রঙ্গে মৰ্ত্ত নর নারী। কোথায় বাৎসল্য তরঙ্গে ভাসিয়ু · গায় নর নারী শৈশব লীলা, গায় গোষ্ঠলীলা কোথায় আবার সখ্য প্রেমোচ্ছ্বাসে দ্রবিয়া শিলা । গায় রাসলীলা হইয়। তন্ময় কান্ত ও মধুর প্রেমে বিহবল ; কোথায় বা গায় কুরুক্ষেত্র লীলা । শান্ত দাস্ত প্রেমে নেত্ৰ ছল ছল । সকলেই দেখে আপন গলা, অঙ্কে, বক্ষে, কৃষ্ণ কৰিছে বিহার।