পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। - 3 రీ'

ক অমৃতে প্রাণ মম হইত শীতল ; বৃন্দাবনে, নাগপুরে, যমুনায়, সিন্ধুবক্ষে, করিয়াছি কত ক্রীড়া আনন্দে বিহ্বল । রাখি মুখ অঙ্কে মম ঘুমাইত শিশু মত, আমি জননীর মত দেখিতাম মুখ, কতু গলা জড়াইয় অংসে মম রাখি মুখ, সখ্য প্রেমে পরিপূর্ণ করিত এ বুক । কখন নীলাজ-নেত্ৰে চাহিয়া অনন্ত পানে দেখিত, কহিত ধৰ্ম্ম-সাম্রাজ্য-স্বপন ; . যাহার ছায়ায় আর্য্য অনার্যের এই স্বৰ্গ, কালি করিলাম স্বৰ্গ প্রভাসে দর্শন । বসিয়া চরণতলে, লয়ে বক্ষে পা দুখানি, পাইতাম কি যে শাস্তি, কি নিৰ্ম্মল মুখ । নর নারী প্রেম নহে মধুর শীতল তত, যেই প্রেমে কন্তু মম উছলিত বুক । অনার্য্যের রাজ্য-আ*1, সুভদ্রার দেবী-রূপ, কি কুক্ষণে এ হৃদয়ে হইল সঞ্চার ! জালাইল অভিমান, সে অনলে ঘৃতাহুতি দিল পাপী ঋষি, স্বৰ্গ হরিল আমার । জলি এই অভিমানে দেখি নাই সেই রূপ এত কাল, ধাই নাই নিকটে তাহার। জানিতাম, দেখি যদি সেই দেব অংশুমালী, অভিমান কুঙ্কটিকা রবে না আমার । দেখিলাম দ্বৈপায়ুন আশ্রমে সে দেবরূপ, দেখিলাম কালি আৰ্য অনার্য উৎসবে ; cनशिणjभ श्रांछि बांधै श्रमोटरीद प्रशंशंख,