পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: (tso e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । “একি ভাব ঋষিশ্রেষ্ঠ ! কেন এরোদন ? এ দীর্ঘনিশ্বাস কেন ? এ অশ্র নিশ্বাস করিছে হৃদয়ে মম ঝটিকা সঞ্চার ঘোরতর। কহ দেৰ ! দেখিলে কি তুমি অমঙ্গল এ শিশুর ? কহ দয়া করি, কাতর পিতার প্রাণ - মুছি, অশ্রুধারা উত্তরিলা মহাযোগী,—“একি ভ্রাস্তি তব ! অমঙ্গল !—মহারাজ ! মঙ্গল-নিদান শিশু তব, অমঙ্গল সম্ভবে কি তার ? নাহি কঁদিতেছি আমি শিশুর কারণ ; আমার কারণ হয় । কঁদিতেছি আমি । করিবেন প্ৰবৰ্ত্তিত এই শিশু তৰ ধৰ্ম্মচক্র এ জগতে,—এই শিশু তব সৰ্ব্ব লোক হিত, সৰ্ব্ব লোক সুখ অরে, সাধিবেন মহাধৰ্ম্ম করিয়া প্রচার । তাহার কল্যাণ মূলে, মধ্যেও কল্যাণ, শেষেও কল্যাণ তার ; শুদ্ধ, নিরমল সেই ধৰ্ম্ম সনাতন —শুদ্ধ, নিরমল ৰখা নব বসস্তের আকাশমণ্ডল । মানব পাইৰে মুক্তি ; হবে ব্যাধি-জরাপাপ-তাপ-মুক্ত জীব, জুড়াইবে ধর । । রাগ-দ্বেষ-মোহ-দগ্ধ মানৰ স্বদম্বে, স্বশীতল ধৰ্ম্মামৃত হইবে বর্ষিত, হবে ধরাতল মুখ শক্তিতে পূর্ণিত । উড়ুখর পুষ্প ঘপ ফুটে কদাচিত,