পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । , ১৫৪১ দেবী কহে--“দেও তুমি বিবাহ তাহার হইবে সংসারী তবে সিদ্ধার্থ আমার ” চিস্তান্বিত শুদ্ধেfদন আসিল সভায়, সভাগৃহ সমাচ্ছন্ন চিন্তর ছায়ায় । সমীচ্ছন্ন রাজপুরী, কপিল নগর । সৰ্ব্বমুখে“রাজপুত্র করিবে না ঘর ।” চিন্তিত অমৃত্যগণ কহিলা—“নৃপতি ! বাড়িতেছে ঔদাসীন্ত ক্রমে দ্রুতগতি কুমারের হৃদয়েতে করিয়াছি স্থির আমরা অমাত্যগণ, না হ’তে গভীর এই স্রোতস্বতী, বধি বিবাহ-বন্ধন করিব কৌশলে তার গতি নিবারণ । সিদ্ধার্থের সপ্তদশ বৎসর অতীত । যৌবন-উষায় এবে প্রেম উন্মেষিত । নিৰ্ম্মীব প্রমোদপুরী, প্রমোদ কানন ; রচিব মুখের স্বৰ্গ, প্রেমের স্বপন । বিলাসে প্রণয়ীবেশে, এ মৃগ মিথুন ব্ৰাখিব বিমুগ্ধ ; ববে প্রহরী নিপুণ । জরা, ব্যাধি, মৃত্যু, ছঃখ, উদাসীন আর, দিব না আসিতে পুর-পরিখার পর - ভাসিল ঈষদ হাসি নৃপতি-বদনে, রবিকর-রেখা যেন মেঘাল গগনে । কহিলেন—“হায় । এই বালির বন্ধন করিবে কি তটিনীর গতি নিবারণ " জন্ম যার হিমাচলে, হায় । গিত ভাব । cক পারে রোধিতে বল বিনা পারাবার ?