পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । তথাপি বিবাহ ষদি তোমাদের মত, কর আয়োজন, কর পূর্ণ মনোরথ । কিন্তু কুমারের মত জান একবার,— কিরূপ, কাহার কন্স বাসন তাহার ” জিজ্ঞাসিলে রাজপুত্রে রাজ-অকুচর, কহিল—“উত্তর দিব সপ্তাহ অন্তর ।” গম্ভীর চিস্তায় মগ্ন হইল কুমার । ভাবিলেন দিবানিশি–“সংসাবে আমার নাহি তৃপ্তি ; যে ক্ষুধায় পিপাসায় প্রাণ আকুল, বিলাসে নাহি হতেছে নিৰ্ব্বাণ । কেবল বাসনা, বসি বিজন গহনে থাকি সেই নিরমল মুখের স্বপনে । ভাবি-কোথা হ’তে আসি যেতেছে কোথায় এই বিশ্ব চরাচর জলবিম্ব প্রায় ? . ভাবি-এ ভীষণ হিংসা কেন পরস্পরে জলে স্থলে, মহাশূন্যে জীবের অস্তরে ? ডুবি হিংসা-বহ্নিমাঝে, পরিয়া গলায় পরিণাম পুষ্পহার কি হইবে লয় । ধর্থেও ভীষণ হিংসা । এই বলিদান, — নিরমম এ হিংস কি স্বর্গের সোপান ? এই নির্দয়ত ধৰ্ম্ম ?—মনে নাহি লয় । না—না—এই নির্দয়তা ধৰ্ম্ম কভু নয় । আছে কোনো ধৰ্ম্ম, কোনো নীতি সনাতন, করিবারে এই হিংসা-বহি নিৰ্ব্বাপণ । বে চাহে কাটিা এই সংসার-বন্ধন করিবারে সেই মহা ধৰ্ম্ম অন্বেষণ,—