পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীরুন্দ্রের গ্রন্থাবলী । نن و لا يخ শুষ্ক ফল হয় ! প্ৰভু ! পড়িবে ঝরিয়া। , জগতে এমন ভাই কোথা আছে আর ? , শৈশবে এ অভাগীরে গেলেন ছাড়িয়া জনক জননী। হায় ! পিতৃব্যভগিনী— বিশ্বাসঘাতিনী শৈল ! হারাল শৈশবে জনক জননী তার। দুইটি বালিকা বন বল্লরীর মত পালিলা স্বাদরে , অঙ্গে অঙ্গ জড়াইয়া, অঙ্গ মিশাইয়া, কল্পতরু নাগরাজ । প্ৰভু ! আমাদের নাগরাজ পিতা, মাতা, ভ্রাতা, সহচর । শুনিয়াছি মহাবনে আছে তরুবর, কঠিন কঠোর দেহ, হৃদয় তাহার দুগ্ধে ভরা, সেই তরু মম সহোদর,— শিলারোধে অবরুদ্ধ স্নেহের সাগর । মুখে মুখে বুকে বুকে অনাথ দু’জনে । বিহঙ্গ-শাবক মত করিলা পালন কত দুঃখে, কত স্নেহে ; কতই আদরে শিখা’লেন অস্ত্রবিদ্যা, শিল্প, ও সঙ্গীত । আমি উগ্র, শৈল শাস্ত ; স্নেহে সহোদর কহিত তপতী আমি, শৈলজা নৰ্ম্মদ । বনে বনে, পর্য্যটনে, আমরা ছ'জন ' থাকিতাম অঙ্গে লাগি ; গলায় গলায় দুলিতাম, পড়িতাম অঙ্কে ঘুমাইয়া । করে নাই আমাদেরে, করিনি আমরা সহোদরে, মুহূৰ্ত্তেক নয়ন-অন্তর। স্বয় । অভাগিনী শৈল, বিশ্বাসঘাতিনী