পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৩২ ৷ পরামর্শ অস্তে, তাহে হয়ে ভূমি ক্রীত, বিদেশীর সমাধিতে হলো নিয়োজিত,— রক্তভূমি নামে তাহা এখনো বিদিত । শাসনকৰ্ত্তার আগে গঁড়াইয়া স্থির— জিজ্ঞাসিলা দণ্ডদাতা-"ইহুদি জাতির তুমি কি নৃপতি !” যিও করিল উত্তর*কহিয়াছ তুমি ” জিজ্ঞার্সিগা অতঃপর“কি কহিছে যাঙ্গকের " যিশু নিরুত্ত্বর : হইল শাসনৰ বিক্ষিত অন্তর। বিচার আসনে তবে বসিলা যখন, করিলা তাহার ভাৰ্য্যা সংবাদ প্রেরণ – *দেখেছি কুস্বপ্ন আমি, করেন। কথন সেই ধাৰ্ম্মিকের এক কেশ পরশন • এ উৎসবে প্রজাদের ইচ্ছায় ভূপালে একজন বন্দী মুক্ত কবিত সে কালে । আমিয়া তস্কর এক জিজ্ঞাসে তখন“ষিগুকে, কি তস্করকে, কবিদে মোচন ?” জুরাত্মা ষচকদের কথায় তখন কহিল সকলে-“কর যিশুকে নিধন ? বিচারক তস্ককে করিয়া মেচিন, কলি যিশুকে "কুশ শূলে সমৰ্পণ । কক্ষপ্তরে নিয়া কড়ি অঙ্গের বসন, পরাইল রক্তবাস মিলি সৈন্তাগণ । কাটার মুকুট গড়ি দিয়া শিরোপর, করে দিয়া তৃণমষ্ট, যতেক পামর জাম্ব পাতি ভূমে কহে উপহাস করি