পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ፃ>Š নবীনচন্দ্রের গ্রন্থাবলী। সাজাইয়াছিলে। আমাকে কি তেমনই করিয়৷ সজাই দিবে? আমি তেমনই কৃষ্ণ হইতে পারিব কি? আমার বড় সাধ, তেমনই কৃষ্ণ সাজি। বালিক ছল ছল নয়নে বলিল,—“তুমি তাহার অপেক্ষ মুন্দর সাজিতে পারবে। সে ত তোমার মত মৃদং, তোমার মত দেব শিশু ছিল না। সে যে গরীব, দুঃখীর ছেলে। আমি তোমাকে স্বন্দর কৃষ্ণ সাজাইব। ভাই ভগ্নী দু’জনে মুন্দর সংকীৰ্ত্তন করিব । তুমি সাজিবে কেন ? তুমি যে নিজেই আমার—ঠক কৃষ্ণটি " এই বলিয়া বালিকা আবার তাহার মুখচুম্বন করিল। শিশুর মুখ গম্ভীর হইল। সে অনেকক্ষণ নীরব হইয় কি ভবিল। পরে আবার বালিকার বুকে মুখ লুকাইয়া অতি ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করিল, “দিদি ! হরি কি প্রহ্নাদের মত আমার বাবাকে ও মাকে রক্ষা করিয়াছেন ? আমি কৃষ্ণ সাঞ্জিলে কি রক্ষা করিতে পারিতাম না ?” শিশু কাদিতে লাগিল । তাহার অশ্রুজলৈ বালিকার বুক ভলিয়া যাইতে লাগিল । বালিকার বহুক্ষণকুদ্ধ অশ্রধারা শিশুর অঙ্গ সিক্ত কৰিতে লাগিল। বলিক বলিল, "হরি বড় দয়াঁময় । তিনি বাবা ও মাকে অবগু সুক্ষা করিয়াছেন। আমি যদি এত বংসর এই বালিকার প্রাণ দালিয়া বৃথা না ডাকিয়া থাকি, তবে অবগু তিনি এই অনাথিনীর প্রার্থনা শুনিয়ছেন । আমি সমস্ত রাত্রিতাহাকে ডাকিয়াছি, এবং বাবা ও মাকে রক্ষা করিতে বলিয়াছি। অমিয় । আমরা শীঘ্রই তাহদের দেখিব । বাবা আমাদের খুজিতে খুজিতে এখানে আসিবেন।” “ম "-অনাখনাথ আর থাকিত্বে পারিলেন না। তিনি বস্ত্রাছনের বহির্জগে থাকিয়—রঙ্গমঞ্চের অভিনয়ের মত এই পৰিত্ৰ পৃষ্ঠ যেন প্রত্যক্ষ দেখিতেছিলেন তিনি আর থাকিতে