পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। ృlyఫిలి করেীক্ষরের হাতে। এক জন কার্যকর, একখানি শালের স্কুলের সৰ্ব্বত্ত্বে কাল স্বত্তার কার্য্য করিতেছে, আর এক জন তাহাতে লাল তার কার্য্য করিয়েছে। হচের দ্বাৰা ৰুি স্বল্পভাবে এবং কি পরিশ্রমের সহিতই কাৰ্য্য করিতে হয় । একখানি ‘দোরোখা শাল দেখিলাম। ইহার দুই পিঠেই রোধ। আমি এরূপ শাল দেখিনাই। মূল্য ২•• টাকা বলিল। এরূপ এক যোড়া শাল সইতে আমার বড়ই ইচ্ছা হইল । কারীকরদের বেতন ৭, । ৮২ টাকা হইতে ২০ পর্য্যন্ত । তাহার পর, অমৃতসরের উদ্যান এবং প্রিন্স অব ওয়েলসের জন্য যে গৃহ নিৰ্ম্মিত হইয়াছিল, তাগ দেখিয়া, অমৃতসর দর্শন শেষ করিলাম। আমি এখানে ৬। ৭ ঘণ্টামাত্র ছিলাম। ইন্দ্রপ্রস্থ। দিল্লীর কথা তোমাকে আমি আর নুতন করিয়া কি লিখিব ? “বিশপ হিবাবু” হইতে নীহারিকা"-রচয়িত্ৰী পৰ্য্যন্ত, ৰিনি দিল্লী আগ্রা দেখিয়াছেন, তিনিই তাহার বর্ণনা করিয়া গিয়াছেন। তুমিও তাহা অনেক বার পড়িয়াছ ; অতএব দিল্লীর কথা আমি আর নুতন করিয়া কি লিখি দিল্লী, হিন্দু-সাম্রাজ্যের মহাশ্মশান, মুসলমান সাম্রাজ্যের মহা সমাধি, মহাকালের মহা বঙ্গভূমি। শ্মশানের ছাই উড়িয়া গিয়াছে, যমুনার পবিত্ত্বজলে প্রক্ষালিত ইইয়া গিয়াছে। সমাধির প্রস্তুররাশিতে দিল্লী আজ সমাচ্ছন্ন । বর্তমান দিল্লী হইতে পুরাতন দিল্লী পর্য্যন্ত পঞ্চ ক্রোশ স্থান ব্যাপিং, কেবল সমাধির পর সমাধি, তাহার পর সমাধি। ৰে