পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>°8 নবীমচন্দ্রের গ্রন্থাবলী । বসাইয়া ই জনে, বসিয়া আপনি, কহিলেন বাসুদেব —“শুভ আগমন মহর্ষির রৈবতকে ! পদ-পরশনে চরিতার্থ এই পুরী, চরিতার্থ দাস ! এইমাত্র ভগবন! স্মরিতৃেছিলাম পবিত্র চরণান্ধুজ, ভাবিতেছিলাম যাইয়া আশ্রমতীর্থ, যে ঘোর সঙ্কট' ভারতের চরি দিকে উঠিছে ভাসিয়া নিবেদিব পাদপদ্মে, লইব মাগিয়৷ মহৰ্ষির উপদেশ।” ধীরে দ্বৈপায়ন উত্তরিলা স্থপ্রসন্ন মুখে মৃদুস্বরে,— *কহ, বৎস বাস্থদেব ! এ কোন সঙ্কট ব্যাসের মন্ত্রণা যাহে চাহে বাস্থদেব ! বিশ্ব উপদেশ চাহে আশ্রমের কাছে, সরসীর কাছে সিন্ধু ! ব্যাধের কৌশল ভীত হয় মৃগ, বৎস, ডরে কি কেশরী ?” কৃষ্ণ । ভারত অদৃষ্টাকাশে চারি দিকে প্রভো, হইতেছে যে বিপ্লব-নীরদ-সঞ্চার খণ্ড খণ্ড ; ছুটতেছে মন্থর গতিতে মিলতে কোথায় ভীমকারে, কোথায় ব আঘাতিয়া পরস্পরে হইতে বিনাশ, করিতে ভারতভূমি, মহৰ্ষি, আবার ঝটিকায় বিদলিত, শোণিতে প্লাবিত । সাজিতেছে জরাসন্ধ,-দুই পাশ্বে তার শিশুপাল, ভগদত্ত, উত্তর ভারত মুসজ্জিত পৃষ্ঠদেশে-বিপুল বিক্রমে