পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

。岑※< পিতৃহীন যুবক।

  • * আহা ! কিবা মুগভীর নিবিড় রজনী !

• নীরব প্রকৃতিদেবী ; অবিচল প্রায় জীবন প্রবাহ এবে ; নির্জীব ধরণী ; অবিষাদে অন্ধকার বিরাজে ধরায় । না পায় শুনিতে কৰ্ণ ; না দেখে নয়ন ; ধোর নিদ্রা অভিভূত বসুধা এখন। { ঘামিনীর সুমধুর নুপুরনিক্কণ ঝিল্লিরবে ভাসিতেছে দিগ্বদিগন্তর, পাখার প্রহরশাদ করিছে কখন, ভগ্ন-নিদ পক্ষিগণ বৃক্ষের উপর । কলকল রবে গঙ্গা সাগরসদন যাইতেছুে, অন্ধকারে ঢাকিয়া বদন । wo আত্মহত্য, নরহত্য, চুরি, ব্যভিচার, ইজিয়-বিলাস, পাপ নিশাচরগণ,— পূৰ্বাইতে পপ আশা, যত চুরাচার,