পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনা । পিতৃহীন, ভ্রাতৃহীন, দীন, নিরাশ্রয়, প্রাণের অধিক মম ভ্রাত ভগ্নীগণ । বল-নাথ ! ইহাদের কি হবে উপায়, অভাগার পরকালে কি হইবে হায় ! . (£& এই ষ্মে জীবনরৰি অস্তমিত প্রায়, অপ্রভাত বিভাধরী আসিছে এখন, সংসারের শোভা যত তাহার ছায়ায় লুকাইবে, ঠিক যেন মায়ায় স্বজন । কিন্তু হায় ! কিছু মাত্র না জুনি এখন কিরূপ সে বিভাবী, অনন্তজীবন । ද්H সেখানেও সহি যদি চিন্তার দংশন, যদি এ দুঃখের নাহি হয় উপশম ; কি ফল তোমার আজ্ঞা করিয়া লঙ্ঘন, পাপে কলুষিত হয়ে ত্যজিয়ে জীবন ? কিন্তু ভবিষ্যত ভয় ভাবি মনে মনে, সংসারের এত জালা সহিব কেমনে ? 《, ত্যজিব জীবন, আর যা থাকে কপালে ; হৃদয়ের দাবানল নিবাব এখন ; প্রজ্বলিত পুনৰ্ব্বার হলে পরকালে, কাতরে তোমাকে নাথ ! ডাকিব তখন দয়ার সাগর ভূমি, স্নেহের আসার বরধিয়া,জুড়াইবে যন্ত্রণ আমার ।