পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রেয় গ্রন্থাবলী । «Eዎ প্রিয়তম সঙ্গিগণ ! বুহিলে কোথায় ? নিকটে থাকিতে যদি হয় । এ সময়, একৈ একে সবাকার লইয়া বিদায়, যাইতাম,—আহা ! এই বিদরে হৃদয়--- সখীগণ ! জীবিন্দু করিও পতন, স্মরি অভাগার খেদপূর্ণ বিবরণ। శ్రీ ఫి. জনক উদ্দেশে আমি করি নমস্কার, জানি না মিলিব কি না আবার দুজন ; সjধ ছিল চিহ্ন কিছু রাগিব তোমার স্মরণার্থ, কিন্তু আশী হলো না পূরণ তরল না হতো যদি নয়নের নীর, চুইত আবশ তব সমাধিমন্দির। কোথা মাতা, কোথা ভ্রাতা, না দেখিচু হায় দ্বাদশবর্ষীয় সেই চির বিরহিণী ; অশ্রুবিন্দু! কেন তুমি নয়নসীমায় ফুলিতেছ ? এই বেল পরশ ধরণী । নাহি দেরি, ছিড়িয়াছে মায়ার বন্ধন, জীবনের অভিনয় ক্ষুরাবে এখন। ( ধুরাতলে পতন )