পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দেখিবে সে মুখচন্দ্র । মধ্যাহ-ভাস্করে জিনি, জোপ-বিনিঃস্থত গোলা ভয়ঙ্কর অসিকে হুঙ্কারি যবে দেখিয়া তখন সে মুখ সজল শশী, ত্যজিবে জীবন । Εν আবার কোথায় কঁদে বিকল অন্তবে অভাগা জনক, স্মরি অপত্য-মমতা । আর কি লইবে কোলে, চুম্বিৰে আদরে, সুবর্ণকুসুম পুত্র, কন্যা স্বর্ণলতা ? কেহ বা ভাবিয়া বুদ্ধ জনক জননী কঁদিছে নীরবে দুঃখে, আনায় মাঝার কুরঙ্গশাবক কঁদে নীরবে যেমনি, ভাবি অবিলম্বে হবে ব্যাধের আহার । . এইরূপে মনোভােব কুসুম—কোমল, গঙ্গাতীরে, নীরে, ফুটে ঝরে অবিরল ! సి শ্বেতদ্বীপ-স্থত কেহ ভলিয়া স্বদেশবীরত্বের বঙ্গভূমি, ঐশ্বৰ্য্য-ভণ্ডার, স্বাধীনতা-চিরবাস, গৌরবে দিনেশ, সভ্যতার স্বশিক্ষার উন্নতি-আধার,— হায় রে পূর্কের রবি গিয়াছে পশ্চিমে ! অধীর স্থতির অন্ত্রে ; ভাবে মনে মনে, দেখিবে সে জন্মভূমি আর কত দিনে ; দেখিবে কি পুনঃ আহা ! এ মর জীবনে ? শ্বেতাঙ্গ পুরুষ ভাবি শ্বেতাদিনী প্রিয়া, অীর বিচ্ছেদ-রাণে, কাটে বীর হিমা ।