পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४१० নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ডুবিলি ডুবালি পাপি ! কি করিলি বল, তোর পাপে বাঙ্গালির ঘটবে নরক । যে পাপে ডুবিলি আজি ওরে দুরাচর । তোর হৃদয়ের রক্তে হইবে বিধান উপযুক্ত প্রায়শ্চিত্ত ; কি বলিব অরি, প্রতিদিন বঙ্গবাসী পাবে প্রতিদান । প্রতিদিন বাঙ্গালির শত মনস্তাপ, প্রতি মনস্তাপ তোরে দিবে শত শাপ । সঙ্গাত-তরঙ্গ ভেদি এ পাপ মন্ত্রণা পশিল কি ভয়াকুল নবাবের মনে ? 蓉 সে চিন্তায় নবাব কি এত অস্তমনা ? , কে বলিবে, অন্তর্যামী বিনা কেবা জানে ? কিংবা রণে কি হইবে ভাবি মনে মনে কঁপে কি সিরাজদ্দৌলা থাকিয়া থাকিয় ? অথবা অঙ্গন-অঙ্গ-স্নিগ্ধ-পরশনে কঁপিছে অনঙ্গ-বাণে অবশ হইয়া । আকৰ্ণ টানিয়া তবে কটাক্ষের বাণ এক সঙ্গে যত ধনী কর লো সন্ধান ! У о ঢাল মুরা স্বর্ণ পাত্রে, ঢাল পুনৰ্ব্বার ! কামানলে কর সবে আহুতি প্লদান । থাও ঢাল, ঢাল খাও । প্রেম-পারাবার উথলিবে, লজ্জ-দীপ হইবে নিৰ্ব্বাণ । বিবসনা লো সুন্দরি । মুরাপত্র করে কোথা ঘাও নেচে নেচে ?—নবাবের কাছে ?