পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । " 象ミ “কেন আজি মম মন এত উচাটন ? বোধ হয় বিষে মাখা সকল সংসার । কেন আজি চিন্তকুল হৃদয় এমন ? কেমনে হইল এই চিস্তার সঞ্চার ? বিধবার অশ্রুধারা, অনাথ-রোদন, সতীত্বরতন-হারা রমণীর মুখ, নিদারুণ যাতনায় যাদের জীবন বধিয়াছি, নিরথিয় তাহীদের মুখ, হৰ্ষ-বিকসিত হ’ত যাহার বদন, তার কেন আজি হ’ল সজল লোচন ? ఫిలి $ “শক্রর শিবির পালে ফিরলে নয়ন, প্রত্যেক আলোক কাছে, না জানি কেমনে নিরথি চিত্রিত মম যত নিদারুণ অত্যাচার, অনুতাপে জ্বলে উঠে মন । মনে করি হ’ল মম দৃষ্টির বিভ্রম, অমনি রুমালে আমি মুছি হেনয়ন ; কিন্তু হৃদয়েতে যেই কলঙ্ক বিষম, ঘুচিবে সে দোষ কেন মুছিলে নয়ন ? পরিষ্কারি নেশ্ৰদ্ধয় দেখিলে আবার, সেই চিত্র স্পষ্টতর দেধি পুনৰ্ব্বার । ২৪ “দেখি বিভীষিক{ যুক্তি ভয়াকুল মনে । নিরথি নিবিড় নৈশ আকাশের পানে,