এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পাইবেন দুঃখ, কি কাজ, স্বজনি, মনে তঁর দিয়ে ব্যথা ? রকতে লিখিয়া হৃদয়ে আমার পতির পবিত্র নাম, - চিস্তা-দগ্ধ-হিয়া, চিতায় দহিও । প্রয়ের পরিণাম । ७९ বিগত নিশীথে সখি ! শুয়েছি শয্যায় তব পাশে, গবাক্ষের অনর্গল দ্বার অতিক্রম করি ধীরে বহে অনিবার নৈশ সমীরণ-শ্রোত , কচিৎ তাহার কঁাপিছে অলকাবলী, কঁাপিছে অঞ্চল , চেয়ে আছি এক দৃষ্টে আকাশের পানে,— ভাসিতেছে পূর্ণশশী, নক্ষত্রমণ্ডল কঁপি চল-সমীরুণে সুনীল বিমানে । స్క్రీ) নীরব নিদ্ৰিতা ধরা, হাসিছে রজনী তরুগণ একেবারে সহস্র দর্পণে দেখাইছে প্রতিবিম্ব কৌমুদীরঞ্জনে, নাচিয়া উল্লাসে যথা নর্তকী রমণী । একটী বিমল জ্যোতি, গবাক্ষের দ্বারে পতিত হইল সখি ! হৃদয়ে আমার, যুড়াইতে বুঝি চিন্তা-দগ্ধ-অবলারে, অমনি খুলিল সখি ! স্থতির দুয়ার।