পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । । ¢ዓ |48 প্রশ্বের শৈশব কাল, কৈশোর প্রমোদ, প্রেমের সঞ্চার সুখ, পতির মিলন, ' সেই নিঝরিণীতীর, সেই সম্ভাষণ, পৰ্ব্বত শিখরদেশ, পাষণে আমোদ, পরিণয়, ভালবাসা, দম্পতি-প্রণয়, পতির বিচ্ছেদজলা ছবিকার প্রায়— একে একে সব মনে হইল উদয়, করিল একটা অশ্রু না জানি কোথায়। స్క్రీ(t মুকন যে ঝরিল অশ্রু বলিতে না পারি। কে বলিবে সুখ দুঃখ যুগলমিলনে কি ভাব উদয় হলো দুঃখিনীর মনে ? কে ভূগেছে বিনে এই অভাগিনী নারী ? অবসর হলো দেহ চিন্তার দাহনে, আবেশে মুদিল সিক্ত নয়নযুগল, আইলেন স্বপ্নদেবী হৃদয়-সদনে, অমনি স্মৃতির স্বারে পড়িল অর্গল । - נליטי অপূৰ্ব্ব স্বপন সখি ! দেখি তখন। দেখিলাম এসেছেন প্ৰাণেশ আমার,— সখি ! সেই শাস্তমূৰ্ত্তি মোহিনী আকার, হয়েছে কঙ্কালশেষ বিকটদৰ্শন। সাহসে দক্ষিণ কর, কাতর নয়ৰুে প্রসারিন্থ প্রিয়সখি ! প্ৰাণেশ আমার দিলেন ছুরিকা করে নিদারুণ মনে,— দুঃখিনীর প্রণয়ের শেষ পুরস্কার। ।