পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । বলিল কাদিয়া বিপ্ৰ—“নগরপালের সাধা নহে, ধনঞ্জয়, করিতে উদ্ধার ' গাভীগণ, দস্যরাজে পরাভধি রণে ।” সারথি আনিল বুথ ; ছুটিলাম বেগে সশস্ত্র , যুঝিল দম্য অসমসাহসে। বহুযুদ্ধে দম্বারাজে পড়ি ভূমি উলে, তাহার বীরত্বে প্রভু হইয়া বিক্ষিত, গেলাম দেখিতে কে সে। বলিলাম খেদে– “তস্কর । ব্রহ্মস্ব এই করিতে হরণ আসি ক্ষুদ্র অর্থতরে হারাইলে প্রাণ ” । *হারাইমু প্রাণ,”—দস্থ্য করিল উত্তর, *অৰ্জ্জুন, তোমার অস্ত্রে নাহি খেদ মম, বীরসিংহ তুমি ! কিন্তু—তস্কর, তস্কর । নাগরাজ চন্দ্রচূড়। তস্কর সে আজি } হা বিধাতঃ ! ইহাও কি অদৃষ্টে তাহার লিখেছিলে ? নাগরাজ ! তস্কর সে জাজি । তাহার সাম্রাজ্যধন করিয়া হরণ & ইঞ্জপ্রস্থে ইষ্ণুমুখে বিহরে যাহারা রংধু তারা—নাগরাজ ! তস্কর সে জাe অষ্টমবৰীয়া শিশু বালিকা তাহার কাদে দুগ্ধ লাগি ; কঁদে জননী তাহার অন্যহারে—নাগরাজ ! তস্কর সে আজি । u৫টি বিশাল রাজ্য হরিল যাহার। পশুবলে নররক্তে ভাষায়ে ধরণী,— । করিল খাগুবপ্রন্থ এই বনস্থলী, হিংস্র নর জন্তু বাস, অগ্নিতে, অসিতে,—