পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিতের বিলাপ। উঠে বসি প্রেয়সীর মুখ দিকে চায়, দেখে হৃদি-সরোজিনী রহেছে নিদ্রায় । সেই হাসি-মুখ-খানি রহেছে তেমন ; নিদ্রায় দ্বিগুণ শোভে সে বিধুবদন ; সে সুচারু নেত্রযুগ আছে নিমীলিত ; সুচারু কুন্তল জাল, ঈষ আকুঞ্চিত একবার পড়ে আসি গণ্ডের উপরে ; নিশ্বাস পবনে পুন দূরে যায় সরে । দেখিয়া এহেন শোভা প্রণয়ে ঢলিয়া, পরম অাদরে তবে বলে সম্ভাষিয়া ঃ– উঠ প্রিয়ে! শশিমুখি ! পোহালে যামিনী, আর কেন, আণখি-পাতা মেল সোহগিনি । তরুণ তপন এল উদয়-ভুধরে, আর কেন পদ্ম-নেত্র নির্মীলিত করে ? কোথাবা বিজন গৃহে, শয্যার উপরে, অভাগী যুবতী কেহ, রাখি বাম করে বিষাদে মলিন গণ্ড, রহেছে চিন্তায় ; নয়নের জল তার, প্রবল ধারায় বিন্দু বিন্দু অবিরত পড়িছে ভূতলে ; মাঝে মাঝে অশ্রু বামা মুছিছে অঞ্চলে ! নবীন যুবতী বালা রূপের সাগর । তথাপি তাহার পতি, নিতান্ত পামর, ফেলে তারে অন্য স্থানে রজনী বঞ্চায় তাই বালী নেত্ৰ জলে বদন ভাসায় ।