পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छङ्कर्थ कां७ ।। જે ૪ কোন স্থানে মৃত-পুত্র অভাগী জননী, হেনকালে তুলিয়াছে রোদনের ধ্বনি ঃ– এই যে জাগিল বাপ সকল সংসার, তুমি কিরে যাদুমণি! জাগিবে না আর ! সবাই আনন্দে বাপ উঠিছে জাগিয়৷ কোথা গেলি অায় বাপ্‌ ডাক্ মা বলিয়া । এরূপে পোহায়ে যায় দেখ বিভাবরী, পুৰ্ব্বাচলশিরে উষা হাসিছে সুন্দরী। এদিকে মেলিয়া অাখি দেখে চমৎকার, সুপ্রসন্ন দশ দিশ, সুস্থির সংসার । নাহি সে ঝটিকা বেগ, নাহি সে তুফান ; তস্তাচলে চলে রবি দিবা অবসান ! পাশে এক মনোরমা নবীন কামিনী, রূপে উজলিয়া তরি অাছে বিনোদিনী । নাহি বেশ, নাহি ভুষা, তথাপি বদন, ' বিকচ-কমল-কান্তি করেছে ধারণ । বিশাল নয়ন-যুগ ঘন ভাসে জলে, মাঝে মাঝে বাম করে মুছিছে অঞ্চলে ; এক মাত্র বেণী তার বক্র ভাব ধরে স্কন্ধ দিয়া পড়িয়াছে হৃদয় উপরে । বাম জানু ভূমে পাতি, বিষন্ন বদনে দক্ষিণে চিবুক রাখি, সজল নয়নে, ধীরে ধীরে করিতেছে তাহারে ব্যজন । রস্ত ছারা করি ফুলে রাখিলে যেমন,