পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छछूर्ष क९ ।। సెరి

  • কেন মা কাদিস” বলে কাদিয়া উঠিল । সহসা এ দৃশ্য হেরে বিস্ময় বাড়িল । উঠিয়া বসিল যুবা হয়ে চমৎকার, ফেলিল সুস্থির দৃষ্টি উপরে বামার। বিস্ময়ে পাসরি সব চিনিতে নারিল ; বহুক্ষণ এক ভাবে চাহিয়া রহিল ; সুধাংশু বদন ঢাকা সুনীল বসনে, অভাগ৷ সহসা হায় ! চিনিবে কেমনে । অবশেষে শিশুটির মুখ দিকে চায়, চিনিতে নারিল ; কিন্তু দেখিয়া তাহায় অমৃত সাগরে মন হইল মগন ; শীতল হইল প্রাণ ; জুড়াল নয়ন ! এহেন সঙ্কটে পড়ে মুখ ফিরাইয়। তপর বামার দিকে দেখিল চাহিয়া ; দেখিল মুমুখী আশা, দাড়ায়ে ললনা, একস্থানে একভাবে প্রফুল্ল-বদন । চাহিতে মিলিল যেই নয়নে নয়নে, অমনি মধুর হাসি সে বিধু-বদনে, বিম্বাধরে এক বার বিজুলির প্রায়, তরল খেলায়ে গেল, দেখিয়া তাহায় বিশাল নয়নযুগ হাসিতে লাগিল ; গণ্ডযুগ মৃদু মৃদু ক্ষুরিত হইল ।

আশার এ ভাব দেখে, ফিরিয়! আবার যুবতীর মুখ দিকে চায় একবার ।