পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి8 নিৰ্ব্বাসিত্তের বিলাপ । অঞ্চল না খোলে বামা নামায়ে বদন অবিরত বিধুমুখী করিছে রোদন ! এক মনে বহুক্ষণ অবাক হইয়া, সমুদয় কলেবর দেখে ঠাহরিয়া । দেখে সেই বাহুযুগ, সুগোল, সুন্দর, এক কালে যাহা হয় ! করিয়া অাদর, প্রেমের শৃঙ্খল মত দিত নিজ গলে ; দেখে সেই কেশ-পাশ যাহাতে বিরলে গাথি বকুলের মালা দিত জড়াইয়া ; কিন্তু বালা মুখ-শশি-রেখেছে ঢাকিয়া ; চিনি চিনি করে যুবা কম্পিত হৃদয়, সেই হবে, নয় বুঝি না যায় সংশয় । এরূপ সংশয়ে, ভয়ে, দোলায়িত মন, আশার আদেশে শেষে খুলিল বদন । অমনি সে জাখিযুগ দিল দরশন ; চিনিতে বা বাকি আর থাকে কতক্ষণ । সেই নীলোৎপল তাণখি দেখে মনোহর, য{হাতে সে কতদিন করিয়া অাদর, আকৰ্ণ কজ্জল-রেখা দিত পরাইয়া । অবশেষে প্রেম ভরে বলিত চুম্বিয়। তামিরি কি রূপ শোভা ! এহেন বদন হয় নাই বুঝি আর হবেন। কখন ! আর কি সংশয়ে থাকে প্রণয়ীর প্রাণ ? আর কি করিতে হবে পরিচয় দান ?