পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ নিৰ্বাসিতের বিলাপ। আপন পাপের ফল ভােগ করিবারে, আছি এই জনশূন্য জলের মাকারে ; নাহি হেতা সুত জায়া সান্ত্বনা করিতে এহেন বিপদ কালে! নাহি কেহ দিতে একবিন্দু নেত্র জল আমার বরাদনে , মিশাতে হৃদয় ব্যথা হৃদয় বেদনে। যে দিকে ফিরিয়া চাই দেখি শূন্যময় , উদাসে সতত কঁাদে পাপিষ্ট হৃদয়। .চাহি আমি বন পানে—দেখি তরুগণ, বিষাদ কালিমা মাখি মলিন বরণ, নাহি লড়ে পাতা, পাখী না ডাকে কুলায় কে যেন রেখেছে শােকে সবারে ডুবায়ে । চাহি আমি নিশা কালে গগণ মণ্ডলে, দেখি শশী সুধা-রাশি বিষাদ কজ্জ্বলে, মাখা হয়ে হীনকান্তি, না হরে নয়ন, একান্ত রজনী সনে করিছে রােদন। চাহি আমি শােক ভরে এদিক যখন, তখনি তটিনীপতি! করি দরশন, যেন তুমি এ পাপীর দুঃখেতে রসিয়া, কুলে কুলে এবার বেড়াও ঘুষিয়া । দিবা অবসান কালে, যবে দিনমণি ধীরে ধীরে তব নীরে ডােবেন আপনি ; যবে বিহগের কুল তােমা পরিহরি যায় সবে নিজনীড়ে কলরব করি ;