পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কাও। ! যবে সুখময়ী ধরা কুসুম দশনে, হাসেন মনের সুখে ; বিমল গগণে খেলায় চাতক যবে প্রেয়সীর সনে ; চরাচর বিশ্ব যবে হয়ে একাতন, আনন্দে মাতিয়া করে ঈশ গুণগান ; এই হতভাগা সুধু একাকী তখন আসে ভাই নীরনিধি ! করিতে লােদন বসিয়া তােমার কাছে। সে হেন সময়ে হয় সুখের লেশ এ পাপ-হৃদয়ে। ছিলাম পরম সুখে ! কেন পাপীমন পড়িল লােভের ফাদে, হইতে মগন অপার দুঃখের নীরে। হায়রে দুৰ্ম্মতি ভাবিল সে সময়ে এ সব দুর্গতি। দারা, সুত, ভাই, বন্ধু, প্রিয় পরিবার পাইল তাের কাছে তিল-অধিকার ! যে ধনের লােভে তুমি হয়ে জ্ঞান-হারা ভুলেছিলে অনায়াসে নিজ তদারা বলােরে পাপিষ্ঠ মন বলেরে এখন কোথায় রহেছে পড়ে সেই পােড়া ধন । এই যে জীবন মত নিৰ্বাসিত হয়ে, রহেছ জলধি মাঝে বিষগ্ন হৃদয়ে, এসেছে কি হেথা ধন বলােরে অজ্ঞান। তােমার দুঃখের বহি করিতে নিৰ্বাণ !