পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ゲ নিৰ্ব্বাসিকের বিলাপ। সেরূপ তোমার তরে কাদে সেই জন । বলিল সে করে ধরে যে সব বচন মন দিয়ে বিধুমুখি ! করলে শ্রবণ ঃ– “অয়ি প্রিয়ে ইন্দুমুখি ! জীবনের ধন ! পামরের কথা কভু হয় কি স্মরণ ; যখন প্রেয়সি ! তুমি ভাব মনে মনে অভাগা কোথায় আছে রহেছে কেমনে, তখন কি রূপ হয় চিন্তার উদয় ! কি রূপ কঁাপিতে থাকে কোমল হৃদয় । কল্পনা কি রূপ ছবি তখন দেখায় ! মানস হৃদয় ছাড়ি কোথায় পলায় ! এরূপ কি ভাবে। তবে হৃদয়ের ধন ? যখন অভাগা আসে ছেড়ে পরিজন ছাড়িয়া জনমভূমি, লইয়া বিদায় কাদিয়া তোমার কাছে—কি বলিব হায় । বলিতে সকল কথা বুক ফেটে যায় উথলে শোকের সিন্ধু, পরাণ डागास्ट्र তখন পথের মাঝে পবনের ভরে, গিয়াছে তরণী তার জলধি-উদরে ; সে সময়ে কোন নক্র অথবা মকর, দয়া করে দেখায়েছে তারে যম-ঘর ; অথবা তাহার তনু, ভাসিতে ভাসিতে, পড়েছিল এসে কোন পুলিন ভূমিতে,