পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C2 전 18 || >ぶ。 না ছিল রক্ষক কেহ, বন্ধু কোন জন, দেখে তারে ধরাশায়ী করিতে রোদন ; শকুনি গৃধিনী আদি কিম্বা শিবাগণ অনাথ পাইয়া তাকে করেছে ভোজন রহেছে কঙ্কাল তার বালুকা-উপরে ; পুড়িতেছে চিরদিন তপনের করে ; কোথা সে মোহন তনু পীড়াতে যাহার, বির সে যাপিত দিন যত পরিবার । আজি সে অনাথ হয়ে পড়ে সিন্ধুতীরে , রহেছে বালুকা-রাশি চারিদিকে ঘিরে ; পদে দলে কত জীব করিছে গমন, জানে না সেখানে পড়ে অভাগীর ধন । এরূপ ভাবনা তব কোমল হৃদয়ে, হয় কি সুধাংশু-মুখি ! সে হেন সময়ে ? : কিন্তু হায় ! কিবা পুণ্য করেছে পামর । যার বলে সিন্ধু-জলে ত্যজে কলেবর সকালে ভবের ব্রত করে উদ্যাপন, শমন-সদনে মুখে করিবে গমন । অনিত্য ধরার কায় থাকিবে ধরায়, ঠেকিতে না হবে আর দহনের দায় ! মরিনি মুন্দরি! আমি ; রয়েছে জীবন এখনো হৃদয়াগারে ; পাপ হুতাশন এখনো জ্বলিছে প্রিয়ে! না হয় শীতল ; এখনো এ পোড়ানেত্ৰে বহে অশ্রু জল ;