পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©e নিৰ্ব্বাসিতের বিলাপ । বিলম্ব না সয় আর ডাকে বার বার । আসি তবে, মনে রেখ করি নমস্কার ” বলিতে বলিতে হেন, নয়ন যুগল আসিবে মুদিত হয়ে ; হৃদয় চপল ধরিবে সুস্থির ভাব ; পাপিষ্ঠ জীবন পাইতে পাপের শাস্তি করিবে গমন । পর দিন সেই জন আসিবে যখন দেখিতে কেমন আছি ; করে দরশন মুদিত নয়ন-যুগ, ভাবিবে, নিদ্রায়

  • るくる○55。 অঘোর রয়েছি 茱 ; কিন্তু হায় হয় । সেই নিদ্রা মহানিদ্রা জানিবে যখন না জানি কি রূপ ভাব হইবে তখন ! হয়ত তখন অশ্র গলিবে তাহার, হয়ত নিশ্বাস ছাড়ি বলিবে—‘‘নিস্তার পেলিরে অভাগ৷ আজ ; হইল শীতল মানস অনল তোর পেয়ে শান্তি-জল । বড় পুণ্য তোর ভাই ! সকাল সকাল, গেলি তাই পার হয়ে ; এ পোড়া কপাল, না জানি যে কত জ্বালা ঘটাইবে তার ! তার কত দিনে আমি পাইব নিস্তার ” বলিয়া এ হেন কথা হয়ত গমন করিবে আপন কাজে ; আমি আশরণ থাকিব সেখানে পড়ে ; কিম্বা বোধ হয়, দয়া করে শুষ্ক কাষ্ঠ করিয়া সঞ্চয়,